সিরাজগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামে খাদ্য বিষক্রিয়ায় ভাই ও বোনের মৃত্যু হয়েছে। তারা হলো, বাকি বিল্লাহ (৫) ও আছিয়া খাতুন (৪)। তাদের বাবা নুরুল হক স্থানীয় তাঁত কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।
বুধবার (১৬ জুলাই) দুপুরে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাঁঠাল ও মুড়ি খায় বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন। এর কিছুক্ষণের মধ্যে তারা অসুস্থ হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
দুই দিন আগে নানা বাড়ি থেকে বড় কাঁঠাল নিয়ে আসে। পরিবারের সদস্যরা সেদিনই কাঁঠাল ভেঙে খায়। তবে বাকি অংশটুকু মেঝেতে রেখে দেয়। আজ সেই কাঁঠাল মুড়ি দিয়ে খাওয়ার পরে ভাই ও বোন অসুস্থ হয়ে মারা যায়।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া বলেন, ‘‘বিষয়টি জানতে পেরেছি৷ ঘটনাস্থলে এনায়েতপুর থানায়। তবে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’’
ঢাকা/রাসেল/বকুল