ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজনৈতিক ঐক্য না থাকলে ফ্যাসিস্ট দ্বারা ক্ষতি হতে পারে : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ১৭ জুলাই ২০২৫   আপডেট: ২০:১০, ১৭ জুলাই ২০২৫
রাজনৈতিক ঐক্য না থাকলে ফ্যাসিস্ট দ্বারা ক্ষতি হতে পারে : এ্যানি

লক্ষ্মীপুর সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

রাজনৈতিক ঐক্য না থাকলে যে কেউ ক্ষতির শিকার হতে পারেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা সজাগ এবং সতর্ক থাকবেন। গতকালকের (বুধবার) গোপালগঞ্জের কথা আমরা ভুলি নাই। আমাদের খুব সতর্ক এবং সজাগ থাকতে হবে। রাজনৈতিক ঐক্য না থাকলে ফ্যাসিস্ট এবং লুটেরা দ্বারা যে কেউ ক্ষতির শিকার হতে পারে।’’

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) ৬০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘‘যেভাবে ফ্যাসিস্ট দেশবাসীকে জিম্মি করেছিল, ওই ধরনের পরিস্থিতি থেকে আমাদের বের হয়ে আসতেই হবে এবং সেই পরিস্থিতি থেকে যদি বের হয়ে আসতে হয়, স্বাভাবিক জীবন যাপন করতে হয়, স্বাভাবিক ব্যবসা করতে হয়, তাহলে ঐক্য হলো সবচেয়ে বড় জিনিস। সেখানে সর্বপ্রথম হলো রাজনৈতিক ঐক। যদি রাজনৈতিক ঐক্য না থাকে এবং সেটা যদি সুদৃঢ় না হয়, তাহলে গোপালগঞ্জে গতকালকে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, এমন ক্ষতির সম্মুখীন অন্য কেউও হতে পারে। সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।’’ 

তিনি আরো বলেন, ‘‘প্রতিটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তির, কথা বলার সময়, কর্মসূচি দেয়ার সময়, খুব হিসাব-নিকাশ করে এগুতে হবে। হিসাব-নিকাশ করে কর্মসূচি দিতে হবে।’’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘‘কারো ভুলের কারণে, কোনো রাজনৈতিক দলের ভুলের কারণে, আমার স্বাভাবিক জীবন, স্বাভাবিক চলাফেরা, স্বাভাবিক বসবাস, স্বাভাবিক দেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো।’’ 

তিনি আরো বলেন, ‘‘ব্যবসায়ীসহ সমাজে যারা আমরা বিভিন্ন পেশায় আছি, বিভিন্নভাবে বসবাস করি, সবার দায়িত্ব হলো— এই মুহূর্তে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা। এ সরকার কোনো ব্যক্তির সরকার নয়, এ সরকার কোনো দলের সরকার নয়। এ সরকার আমাদের দেশের আন্দোলনের ফসল। এ সরকার জনগণের সরকার। আমাদের সবার সরকার। প্রত্যাশা থাকবে, দাবিও বেশি থাকবে।’’ 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অন্তর্বর্তী সরকারের প্রতি বলেন, ‘‘যেহেতু এক বছর পার হয়েছে, সুতরাং দাবির পরিমাণ এত বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা জানি, আপনারা সবকিছুই একসঙ্গে করতে পারবেন না। কিন্তু আইনশৃঙ্খলা আমার কাছে প্রায়োরিটি। আমি স্বাভাবিক জীবন চাই। স্বাভাবিকভাবে চলাফেরা করতে চাই। স্বাভাবিকভাবে বসবাস করতে চাই। স্বাভাবিক রাজনীতি করতে চাই।’’ 

জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর মজুমদার, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর স্বপন দেবনাথ, বাজুসের আইন উপদেষ্টা মিলন মন্ডল, প্রহলাদ সাহা রবি, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা, বাজুসের জেলা সাধারণ সম্পাদক পরেশ কর্মকার প্রমুখ। 
 

ঢাকা/লিটন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়