ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধামরাইয়ে ৩১ দফা প্রচারে লিফলেট বিলি করলেন যুবদল নেতা

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ১৭ জুলাই ২০২৫  
ধামরাইয়ে ৩১ দফা প্রচারে লিফলেট বিলি করলেন যুবদল নেতা

ধামরাইয়ের কালামপুর এলাকায় লিফলেট বিতরণ করেন জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারে লিফলেট বিলি করে ঢাকার ধামরাইয়ে জনসংযোগ করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার কালামপুর এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় জনসাধারণের কাছে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

আরো পড়ুন:

পরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, ‘‘ধামরাইয়ের জনগণের সঙ্গে থেকে বিগত দিনে আমি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। আগামী দিনে নির্বাচনে ধামরাইয়ে ধানের শীষ জয়যুক্ত করার জন্য যত ধরনের কার্যক্রম করতে হয়, আমি  করব। আমি দলের আদর্শ ধারণ করি। আমি বিশ্বাস করি, ধামরাইয়ের মানুষ বিএনপিকে ধারণ করে। বিএনপিকে জয়যুক্ত করতে তারা ভূমিকা রাখবে।’’

এ সময় তার সঙ্গে বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঢাকা/সাব্বির/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়