ব্রহ্মপুত্রে গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজের একদিন পর অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদ্বারা এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফুলছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, ‘‘বুধবার বেলা ৩টার দিকে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ হন ওই যুবক। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদে তল্লাশি চালানো হয়। তবে, তার সন্ধান মেলেনি। আজ ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে মরদেহটি ভেসে উঠে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ফুলছড়ি থানায় হস্তান্তর করেছে।’’
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘‘নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’
ঢাকা/মাসুম/রাজীব