গাজীপুরে অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয় অটোরিকশা। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার বড়চালা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বর ঘাট গ্রামের ছাবেদ আলী প্রামানিকের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৫)। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কালিয়াকৈর মাওনা আঞ্চলিক সড়ক দিয়ে একটি কাভার্ডভ্যান শ্রীপুর উপজেলার মাওনার দিকে যাচ্ছিল। কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় কাভার্ডভ্যানটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুই যাত্রী মারা যান। আহত হন অটোরিকশার তিন যাত্রী।
স্থানীয়রা দ্রুত হতাহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আরো দুইজনের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা মো. রিপন হোসেন বলেন, “কালিয়াকৈর মাওনা সড়কটিতে অনেক আঁকাবাঁকা স্থান থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত কয়েক মাসে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে।”
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, “দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। নিহত তিনজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।”
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সুরুজ উজ জামান বলেন, “ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/রেজাউল/মাসুদ