গোপালগঞ্জে বাড়ল কারফিউয়ের সময়
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়
গোপালগঞ্জে সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে আবারো কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পযর্ন্ত কারফিউর সময় বৃদ্ধি করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি সমাল দিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পযর্ন্ত কারফিউ জারি করা হয়। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পযর্ন্ত কারফিউর সময় বৃদ্ধি করা হয়েছে।
এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ করে ও নাম না জানা ৪০০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে মামলাটি করেন সদর থানার পুলিশ পরিদর্শক আহম্মেদ আলী।
সংঘর্ষের ঘটনায় জেলায় অভিযান চালিয়ে নতুন করে আরো ২০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে।
উৎকণ্ঠা আর আতঙ্কের মধ্য দিয়ে গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মত চলছে কারফিউ। শুক্রবার সকাল থেকেই চাপা আতঙ্ক নিয়ে বাইরে বের হচ্ছেন সাধারণ মানুষ। জেলা শহরের বিভিন্ন পয়েন্টে চলছে পুলিশি টহল। রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা/বাদল/মাসুদ