ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ১৮ জুলাই ২০২৫  
গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় মন্টু মিয়া (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তেরাইল বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

মারা যাওয়া মন্টু মিয়া তেরাইল বাজার পাড়ার মৃত কাতল আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। 

এলাকাবাসী জানান, একটি মোটরসাইকেলে তেরাইল থেকে বামন্দী বাজারে যাচ্ছিলেন মোস্তাক। একটি গরুর গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় তিনি পথচারী মন্টু মিয়াকে ধাক্কা দেন। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক মন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক তাসমেরী নাহার বলেন, “জরুরি বিভাগে আনার আগেই মারা যান মন্টু মিয়া। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন ছিল।”

গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, “ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ফারুক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়