রংপুর সিটি করপোরেশনের ‘গায়েবানা জানাজা’ পড়লেন এলাকাবাসী
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রবিবার দুপুরে রংপুর নগরীর সাতমাথা রেলক্রসিং এলাকায় প্রতীকী জানাজার আয়োজন করেন এলাকাবাসী
রংপুর নগরীর সাতমাথা থেকে জাহাজ কোম্পানী মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। ফলে প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়ছেন যাতায়াতকারীরা। দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। এ কারণে তারা রংপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গেছে দাবি করে ‘গায়েবানা জানাজা’ পড়েন।
রবিবার (২০ জুলাই) দুপুরে নগরীর সাতমাথা রেলক্রসিং এলাকায় এই অভিনব প্রতিবাদের আয়োজন করা হয়। জানাজায় ইমামতি করেন স্থানীয় একটি মাদারসার শিক্ষার্থী রাহুল ইসলাম। এতে সাতমাথা এলাকার বাসিন্দা ও পথচারীরা অংশ নেন।
জানাজা শেষে সিটি করপোরেশনের প্রতীকী লাশ বহন করে বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। মিছিলটি সাতমাথা এলাকা প্রদক্ষিণ করে। সড়ক সংস্কারের দাবি তুলে এসময় বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় মিছিলে অংশগ্রহণকারীদের।
প্রতিবাদকারীদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটি খানাখন্দে ভরা থাকলেও কর্তৃপক্ষ নির্বিকার। বর্ষার পানি জমে থাকায় এই সড়কে চলাচল আরো দুর্বিষহ হয়ে ওঠে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও স্থানীয় ব্যবসায়ীরা যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তিতে পড়ছেন।
কর্মসূচিতে বক্তব্য দেন- সাতমাথার বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম ও তানবীর ইসলাম।
রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, “একটি প্রকল্পের মাধ্যমে সড়কটি সংস্কারের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি জরুরি ভিত্তিতে ভাঙা অংশগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
ঢাকা/আমিরুল/মাসুদ