ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিরনিদ্রায় শায়িত রাইসা মনি, এলাকাজুড়ে শোকের ছায়া 

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ২৫ জুলাই ২০২৫   আপডেট: ১৬:০০, ২৫ জুলাই ২০২৫
চিরনিদ্রায় শায়িত রাইসা মনি, এলাকাজুড়ে শোকের ছায়া 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে ঈদগাহ মাঠে রাইসার জানাজায় অংশ নেন অনেক মানুষ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনিকে (১১) তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। 

শুক্রবার (২৫ জুলাই) সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে তাকে দাফন করা হয়। এর আগে বাজড়া ঈদগাহ মাঠে তার জানাজা হয়। 

আরো পড়ুন:

গত সোমবার (২১ জুলাই) একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনে আঘাত করলে অনেকে হতাহত হন। 

রাইসা মনির বাবা শাহাবুল শেখ সাংবাদিকদের বলেছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পরদিন গত মঙ্গলবার ডিএনএ নমুনা সংগ্রহ করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ ল্যাবের সদস্যরা। নমুনাগুলো বিশ্লেষণ করে আমার মেয়ে রাইসা মনির মরদেহ শনাক্ত করার পর গতকাল আমাদের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার রাতেই মেয়ের মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হই। বাড়িতে পৌঁছাতে ভোর হয়ে যায়। আজ (শুক্রবার) সকাল ৯টায় স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাজড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

রাইসার অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ তার মা মিম আক্তার, বড় বোন সিনথিয়া (১৩) ও ছোট ভাই রাফসান শেখসহ (৪) এলাকাবাসী। রাইসার বড় বোন সিনথিয়া উত্তরার মাইলস্টোন স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে।  

শাহাবুল শেখ তার মেয়ে রাইসার জন্য দোয়া প্রার্থনা করে বলেছেন, “আমার রাইসা ছিল পরিবারের আলো। ওর হাসি, ওর স্বপ্নগুলোকে আমাদের বাঁচিয়ে রাখত। তার অকাল মৃত্যু আমাদের ভেঙে দিয়েছে। আমি দেশের সবার কাছে দোয়া চাই, যেন আমার মেয়ের আত্মা শান্তি পায় এবং আমরা এই শোক সহ্য করার শক্তি পাই।”  

আলফাডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল রাইসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, “রাইসা মনির মতো একটি কচি প্রাণের এভাবে চলে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক। আমরা প্রশাসনের পক্ষ থেকে রাইসার পরিবারের পাশে আছি এবং তাদের জন্য সব ধরনের সহায়তা নিশ্চিত করার চেষ্টা করব। আমি রাইসার আত্মার শান্তি কামনা করছি।”  

রাইসার মৃত্যুতে হতবিহ্বল আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী। গ্রামজুড়ে যেন শোকের ছায়া নেমে এসেছে।  

ঢাকা/তামিম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়