মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:২৩, ৩ আগস্ট ২০২৫
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ভাটপাড়া গ্রামে জমিতে সেচ দেওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন।
শওকত আলী একই গ্রামের মৃত ফরাতুল্লাহ কাজীর ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শওকত আলি নিজ জমিতে সেচ দেওয়ার জন্য মাঠে যান। সেখানে বৈদ্যুতিক সেচ পাম্পের মাধ্যমে পানি তোলার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢাকা/ফারুক/রাজীব