ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বিপৎসীমার ৪০ সেমি নিচে প্রবাহিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ১১ আগস্ট ২০২৫  
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বিপৎসীমার ৪০ সেমি নিচে প্রবাহিত

পানি বৃদ্ধির ফলে পদ্মা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে

পদ্মা নদীর পানি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঙ্কা পয়েন্টে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে আগামী দুই দিনে নদীর পানি বিপৎসীমায় পৌঁছাতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাস সোমবার (১১ জুলাই) সকালে নদ-নদীর বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানান।

আরো পড়ুন:

সংশ্লিষ্টরা জানান, সোমবার দুপুর ৩টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি ২১ দশমিক ৬৫ মিটার উচ্চতায় প্রবাহিত হয়েছে। এ নদীর পাঙ্কা পয়েন্টে বিপৎসীমা ধরা হয়েছে ২২ দশমিক ০৫ মিটার। ফলে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। 

গত কয়েক দিন টানা বৃষ্টিতে পানি বৃদ্ধি হওয়ায় পদ্মা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ডুবে গেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর, আলাতুলি ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, দুলর্ভপুর, উজিরপুর ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। বর্তমানে এই পাঁচ ইউনিয়নের ৮ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

পদ্মাপাড়ের বাসিন্দারা জানান, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও শ্রেণিকক্ষ পানিতে তলিয়ে গেছে। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কৃষকরা জানান, তাদের ক্ষেতে রোপা আউশ, ভুট্টা ও শাকসবজি আবাদ রয়েছে। কয়েক দিনে পদ্মা নদীতে টানা পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের অধিকাংশ ফসলি জমি ডুবে গেছে। 

সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাস জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অববাহিকায় আগামী ৫ দিন মাঝারি থেকে মাঝারি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পদ্মা নদীতে আগামী ২ দিন পানি বৃদ্ধি পেতে পারে। এ সময়ে নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ও পূনর্ভবা নদীতে পানি বাড়ছে। বর্তমানে মহানন্দা নদীতে ১৯ দশমিক ৫৩ মিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পূনর্ভবা নদীতে ১৯ দশমিক ৬১ মিটারে প্রবাহিত হচ্ছে।  

ঢাকা/শিয়াম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়