ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক ব্লকেড, যান চলাচল বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১৪ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:১৬, ১৪ আগস্ট ২০২৫
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক ব্লকেড, যান চলাচল বন্ধ

যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে অবস্থান নিয়ে বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীরা

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ব্লকেড করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে উত্তর-দক্ষিণাঞ্চলের ২২ জেলায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে দুই শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

আরো পড়ুন:

দুপুর পৌনে ১টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

গতকাল বুধবার (১৩ আগস্ট) জেলার উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল ৬ ঘণ্টা বন্ধ ছিল। অবরোধের কারণে দুর্ভোগে পোহাতে হয় যাত্রীদের।

প্রতিষ্ঠার ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুমোদন না হওয়ায় আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছেন। 

গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেন শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ছয় মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে আবার আন্দোলন শুরু হয়।

ঢাকা/অদিত্য/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়