মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় রঞ্জিত বিশ্বাস (৪৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) শালিখা উপজেলার ছোট থইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জিত ওই গ্রামের মৃত রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান বলেন, ‘‘রঞ্জিত রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’’
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বলেন, ‘‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/শাহীন/রাজীব