ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ২১ আগস্ট ২০২৫  
মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ফাইল ফটো

মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় রঞ্জিত বিশ্বাস (৪৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) শালিখা উপজেলার ছোট থইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জিত ওই গ্রামের মৃত রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান বলেন, ‘‘রঞ্জিত রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’’

আরো পড়ুন:

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বলেন, ‘‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়