ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, শাশুড়ি ও সৎ ছেলে গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২৯ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:১৯, ২৯ আগস্ট ২০২৫
অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, শাশুড়ি ও সৎ ছেলে গ্রেপ্তার

শাশুড়ি মনোয়ারা খাতুন এবং সৎ ছেলে শিপন হোসেন পুলিশ গ্রেপ্তার করেছে।

পাবনার চাটমোহর উপজেলায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা করা হয়েছে। শাশুড়ি ও সৎ ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে চাটমোহর উপজেলার আটলঙ্কা বউ বাজার এলাকা থেকে গৃহবধূ শাপলা খাতুনের (৩০) মরদেহ উদ্ধার করা হয়। শাপলা খাতুন ওই গ্রামের সৌদি প্রবাসী মনজিল হোসেনের চতুর্থ স্ত্রী। তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

আরো পড়ুন:

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার শাশুড়ি মনোয়ারা খাতুন এবং সৎ ছেলে শিপন হোসেন থানা হেফাজতে রাখা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে। 

ওসি মনজুরুল আলম বলেন, ‘‘পারিবারিক কলহের জের ধরে শাপলা খাতুনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’’ 

মুলগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, প্রায় তিন বছর আগে কুযাবাসী গ্রামের সাইদুল ইসলামের মেয়ে শাপলাকে বিয়ে করেন মনজিল। তার আগে তিনি তিনটি বিয়ে করেছেন। শাপলা চতুর্থ স্ত্রী৷ মনজিল ১০ মাস আগে বাড়ি আসেন। স্বামী মনজিল সৌদি প্রবাসী হলেও শাপলাকে ঠিকমতো ভরণপোষণ দিতেন না। তাকে মেনে নিতে পারেননি প্রথম স্ত্রীর ছেলে শিপন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়৷ শুক্রবার (২৯ আগস্ট) সকালে এলাকাবাসী শাপলার মরদেহ তার বাড়িতে দেখতে পায়। শিপন ও মনোয়ারা খাতুন পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধরে পুলিশে খবর দেয়। 

ওসি গিয়াস উদ্দিন জানান, শাপলার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। 

নিহতের মা নাজমা খাতুন বলেন, ‘‘মেয়েটা ৯ মাসের অন্তঃসত্তা ছিল। মেয়েটাকে ওরা এভাবে শেষ করে দিল। আমরা তাদের বিচার চাই।’’ 

ঢাকা/শাহীন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়