ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিয়ানমার জলসীমা থেকে ১২২ জেলে আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ২৯ আগস্ট ২০২৫   আপডেট: ২০:৩৪, ২৯ আগস্ট ২০২৫
মিয়ানমার জলসীমা থেকে ১২২ জেলে আটক

মিয়ানমার জলসীমা থেকে ১২২ জেলেকে আটক করে কোস্ট গার্ডের সদস্যরা।

আইন অমান্য করে মিয়ানমার জলসীমায় মাছ ধরতে গেলে ১২২ জেলে আটক এবং ১৯টি ফিশিং বোট জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। 

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। 

আরো পড়ুন:

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘‘গোপনে পাওয়া তথ্যে জানা যায়, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের ভেতরে মাছ ধরছে।’’ 

তিনি আরো বলেন, ‘‘শুক্রবার (২৯ আগস্ট) শাহপরীর দ্বীপ সীমান্ত পিলার-৩ এলাকার আওতাধীন মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত মিয়ানমার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার জলসীমায় অবস্থানরত ১৯টি বাংলাদেশি ফিশিং বোট জব্দ ও ১২২ জন জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশি ২৯ জন এবং রোহিঙ্গা ৯৩ জন জেলে রয়েছেন।’’ 

আটক জেলে এবং জব্দকৃত বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়