ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ১৪ সেপ্টেম্বর ২০২৫  
পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ফাইল ফটো

নেত্রকোণার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ভিতরগাঁও এলাকায় জারিয়া-ময়মনসিংহ রেলপথে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন:

পূর্বধলা রেলস্টেশনের মাস্টার মো. জহিরুল ইসলাম বলেন, ‘‘ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আইয়ুব আলী।’’

স্থানীয়রা জানান, আইয়ুব আলী কিছুটা মানসিক ভারসাম্যহীন ও বধির ছিলেন। সকালে মেয়ের বাড়ি যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আখতার হোসেন বলেন, ‘‘খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

ঢাকা/ইবাদ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়