ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাড়ে ৩ ঘণ্টা পড় ঢাকা-খুলনা মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৫
সাড়ে ৩ ঘণ্টা পড় ঢাকা-খুলনা মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়ক ছেড়েছেন আন্দোলনরত গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে অবরোধ তুলে নেন তারা।

এর আগে, বেলা ১১টার দিকে সাত দফা দাবিতে চন্দ্রদিঘলিয়া বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

আরো পড়ুন:

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে ও প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা।

গোপালগঞ্জ সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘‘সাত দফা দাবিতে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছিলেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বোঝালে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’’

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়