ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯০ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫
৯০ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

বাস শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার জের ধরে মালিকদের ডাকে প্রায় ৯০ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ঢাকা, চট্টগ্রামসহ অন্যান্য রুটে বাস পরিসেবা স্বাভাবিক হয়। এর ফলে যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বাস মালিক পক্ষ দূরপাল্লার যাত্রী পরিসেবা বন্ধ করে দেয়। শ্রমিক পক্ষের কিছু দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট জটিলতার কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়।

আরো পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, ‘‘শ্রমিকদের সঙ্গে মালিকদের বেতন নিয়ে যে মতবিরোধ হয়েছিল, সেটা কেটে গেছে। ঢাকায় বেলা ১১টা থেকে টানা ২টা পর্যন্ত বাস মালিক সমিতির সঙ্গে সভা হয়েছে। সেখানে মালিকপক্ষ তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন। বিকেল ৪টা থেকে বাস চলাচল শুরু হয়েছে।’’

দীর্ঘক্ষণ বাস চলাচল বন্ধ থাকায় রাজধানীসহ দেশের অন্যান্য গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বাস মালিকপক্ষের অভিযোগ অনুযায়ী, সম্প্রতি বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের পর বাস মালিকরা বেতন বাড়াতে সম্মত হয়েছে। বর্ধিত বেতন কার্যকর হওয়ার আগেই শ্রমিকরা এখন খোরাকি ভাতাসহ অন্যান্য অযৌক্তিক দাবি সামনে আনতে শুরু করে। এ কারণে তারা বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ করে দেয়।

এদিকে, দূরপাল্লার বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীরা খুশি। তারা জানান, এই কয়েক দিনে কিছু লোকাল বাস ঢাকা রুটে যাত্রী পরিবহন করলেও সেসব বাস দীর্ঘপথের ভ্রমণের জন্য অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ। গন্তব্যে পৌঁছাতে ঝুঁকি থাকা সত্ত্বেও মানুষ বাধ্য হয়ে ওই লোকাল বাসগুলো ব্যবহার করেছে।

বাস চলাচল শুরু হওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ শহরের কাউন্টারে আসা যাত্রী আব্দুল্লাহ বলেন, ‘‘গত কয়েক দিন বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা যাওয়া হয়নি। আজকে যখনই শুনেছি বাস চলাচল শুরু হয়েছে, তখনই কাউন্টারে এসে টিকিট সংগ্রহ করেছি।’’

আরেক যাত্রী ওমর ফারুক বলেন, ‘‘ধরেই নিয়েছিলাম আজকে আর ঢাকা যাওয়া সম্ভব হবে না। তবে বাস চলাচল শুরু হওয়ায় আমরা খুশি। কাটা-কাটা গাড়িতে বাড়তি টাকা দিয়ে ঢাকায় যেতে হবে না।’’ 

ঢাকা/শিয়াম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়