রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে এক হতে আহ্বান জানালেন তারেক রহমান
পিরোজপুর সংবাদাদাতা || রাইজিংবিডি.কম
পিরোজপুরে সোমবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে দেশের স্বার্থে একটি জায়গায় আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, “আমরা বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করি, এখানে বিভিন্ন রকম মত থাকবে—এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশেই এটা আছে। আসুন, আমরা সেই ঝগড়া-ফ্যাসাদ থেকে কিছুটা হলেও সরে আসি।”
সোমবার (৬ অক্টোবর) বিকেলে পিরোজপুরের বয়োজ্যেষ্ঠ বিএনপিকর্মী মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমরা রাজনীতি করি। আমাদের মূল শক্তি বাংলাদেশের জনগণ। কাজেই জনগণই আমাদের অনুপ্রেরণা। এ দেশের মানুষ স্বাধীনভাবে যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তারা ততবারই বিএনপির পক্ষে রায় দিয়েছেন। যা প্রমাণ করে, বাংলাদেশের মানুষই বিএনপির আস্থার প্রতীক।’
দলের বয়োজ্যেষ্ঠ কর্মী মোতালেব আকনকে উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “তিনি একটি হুইল চেয়ারে বসে আছেন। এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, আপনারা জানেন তার এ অবস্থা কিভাবে হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষের আঘাতে তার এই অবস্থা হয়েছে।”
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমি বহুবছর যাবৎ প্রবাসে আছি, থাকতে বাধ্য হয়েছি বিভিন্ন কারণে। আমাদের দলেরসহ বহু মানুষ বিভিন্নভাবে গত ১৭ বছর, গত বছরের জুলাইয়ে এবং তারও আগে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য; সেটি ভোটের হোক, রাজনীতির হোক, অর্থনীতির স্বাধীনতার ক্ষেত্রেই হোক; বহু আন্দোলন হয়েছে দেশে, বহু সংগ্রাম হয়েছে, বহু মানুষ শহীদ হয়েছে। অনেক হয়েছে। আসুন, আমরা সবাই মিলে একটা জায়গায় আসি। মতভেদ-ভেদাভেদ কমিয়ে নিয়ে আসি। আমরা কথা বলি।”
তারেক রহমান বলেন, ‘আগামী দিনে আমরা মেধার ভিত্তিতে দেশ ও জাতিকে গড়ে তোলার কথা বলেছি। স্বাভাবিকভাবেই মেধা যেখানে থাকবে, প্রতিযোগিতাও সেখানে থাকবে। আজকের তরুণ আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। মেধা একেকজনের একেক রকম হয়। সবাইকে এক জায়গায় আমরা দিতে পারব না। মেধার রেসে যে এগিয়ে থাকবে, সে-ই সেখানে যাবে। তবে, যারা যেতে পারবে না তাদের জন্যও আমাদের ব্যবস্থা করতে হবে। আগামী দিনে দেশের তরুণ যারা আছে, নারী-পুরুষ, প্রত্যেকে যাতে বেঁচে থাকার যুদ্ধে টিকে থাকতে পারে সেই ভাবে আমরা পরিকল্পনাগুলো গ্রহণ করছি। যাতে তারা ভবিষ্যতে নিজে সৎপথে উপার্জনের ব্যবস্থা করে নিতে পারে।”
দেশের স্বাস্থ্যসেবা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘লক্ষ লক্ষ মানুষ এ দেশের হাসপাতালের ফ্লোরে শুয়ে থাকে। ধীরে ধীরে যাতে এই চিত্রের পরিবর্তন করা যায়, মানুষের কাছে যাতে ভালো চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া যায় সেই পরিকল্পনা গ্রহণ করছি।”
‘আমরা বিএনপির পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবীর রিজভী, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক।
ঢাকা/তাওহিদুল/মাসুদ