ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রেণিকক্ষে টিকটক বানানোয় ৩ শিক্ষার্থী বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ৭ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:০২, ৭ অক্টোবর ২০২৫
শ্রেণিকক্ষে টিকটক বানানোয় ৩ শিক্ষার্থী বহিষ্কার

হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ ও টিকটক তৈরির অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক শিক্ষার্থীদের বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

মনসুর আহমদ আতিক বলেন, “সম্প্রতি স্কুলে টিফিন পিরিয়ড চলাকালে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে নেচে-গেয়ে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। মেয়ে শিক্ষার্থীদের অজান্তেই তাদেরও ভিডিওতে যোগ করা হয়। গত ৪ অক্টোবর ছড়িয়ে পড়া ভিডিও আমাদের নজরে এলে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।”  

তিনি আরো বলেন, “অভিযুক্ত শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ে এসে যদি উপযুক্ত জবাব উত্থাপন করতে পারে, তাহলে সাময়িক বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা যেতে পারে। উপযুক্ত জবাব না মিললে স্থায়ীভাবে তাদের বহিষ্কার করা হবে। বিদ্যালয়ে বৈঠক করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মোবাইল ফোন আনতে নিষেধ করা হয়েছে। ভবিষ্যতে যদি কোনো শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন পাওয়া যায় তাহলে তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/মামুন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়