ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি, ভোগান্তি

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ৮ অক্টোবর ২০২৫   আপডেট: ১০:৩১, ৮ অক্টোবর ২০২৫
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি, ভোগান্তি

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীর বিভিন্ন স্থানে গত দুইদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার কলাপাড়ায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। 

টানা বৃষ্টিতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা। নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানির নিচে তলিয়ে আছে আমন ক্ষেত। দুশ্চিন্তায় রয়েছেন সবজি চাষিরা। 

আরো পড়ুন:

কলাপাড়া এতিমখানা এলাকার রিকশাচালক স্বপন হোসেন বলেন, “দুইদিন ধরে একনাগারে বৃষ্টি হচ্ছে। রিকশা চালানো দায় হয়ে পড়েছে। বৃষ্টির কারণে মানুষের উপস্থিতি কম। তাই ইনকামও কম।” 

টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের কৃষক নাসির হাওলাদার বলেন, “এখন পর্যন্ত আমন কিংবা সবজি ক্ষেতের তেমন কোনো ক্ষতি হয়নি। বৃষ্টি অব্যাহত থাকলে আমরা লোকসানের মুখে পড়ব।”

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “আগামী ৭২ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।” 

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়