ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫ দাবিতে নওগাঁয় জামায়াতের মানববন্ধন

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ১৫ অক্টোবর ২০২৫  
৫ দাবিতে নওগাঁয় জামায়াতের মানববন্ধন

পাঁচ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয়  মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত নওগাঁ শরিশাহাটি মোড় থেকে কাজীর মোড় পর্যন্ত সড়কের এক পাশে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

জামায়াতের পাঁচ দাবি হলো- গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

আরো পড়ুন:

এর আগে, শহরের মুক্তির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে জামায়াত। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের আমির খ.ম আব্দুর রাকিব। বক্তব্য রাখেন- নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি ও নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম।

ঢাকা/সাজু/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়