ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল: সিইসি

বরিশাল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ১৮ অক্টোবর ২০২৫   আপডেট: ২০:৪৬, ১৮ অক্টোবর ২০২৫
ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল: সিইসি

বরিশালে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এ সময় সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতিকে ‘সুষ্ঠু’ ও ‘নিরপেক্ষ’ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন ‘প্রতিশ্রুতিবদ্ধ’ বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। 

আরো পড়ুন:

সিইসি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন ও পুলিশের সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনার জন্য শুক্রবার (১৭ অক্টোবর) সকালে বরিশালে আসেন। তিনি শনিবার (১৮ অক্টোবর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। 

সকালে আঞ্চলিক নির্বাচন অফিসে বরিশাল বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এবং বিকেলে বরিশাল সার্কিট হাউজে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

সিইসি বলেন, ‘‘দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী আমরা মানুষকে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে চাই। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তাদের সেই কথাই বলেছি। তারাও প্রতিশ্রুতি দিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব কিছু করবেন।’’ 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘‘রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল নির্বাচনে অংশ নিতে পারবে না। তাছাড়া সরকারও বলেছে, তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনে দলটির অংশ নেওয়ার সুযোগ নেই।’’ 

তিনি আরো বলেন, ‘‘কোনো গোয়েন্দা সংস্থা কিংবা কারো প্রেসক্রিপশন নয়, আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সবাইকে সঙ্গে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব। কোনো দল কিংবা গোষ্ঠীর চাপ অথবা বাধার সামনে মাথা নত করবে না নির্বাচন কমিশন।’’

সার্কিট হাউজের মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছারসহ প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/পলাশ/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়