সাভারে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যক্তি
ঢাকার সাভারে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর)।
রবিবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন।
এর আগে, গতকাল শনিবার রাতে উপজেলার পলাশবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলেন- পাবনার বেড়া উপজেলার মিলন (৪৮) ও বগুড়ার সারিয়া কান্দি উপজেলার রনি (১৮)। তারা দুজনেই সাভারের আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তাররা দীর্ঘ দিন ধরে ওই এলাকায় ইয়াবা বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন।
ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, “গ্রেপ্তারদের কাছে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে।”
ঢাকা/সাব্বির/এস