ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন জিয়াউর রহমান’

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ২০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:১৭, ২০ অক্টোবর ২০২৫
‘জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন জিয়াউর রহমান’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, ‘‘জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন জিয়াউর রহমান। আর বেগম খালেদা জিয়া তাদের দুজনকে মন্ত্রিসভায় বসিয়েছিলেন। অথচ আজ তারা তা অস্বীকার করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটু মন্তব্য করছে। তাদের কাজই হলো ভাউতাবাজি।’’

সোমবার (২০ অক্টোবর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ বাজারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিরাজদিখান উপজেলা তাঁতী দলের আহ্বায়ক শাহ্ আলম হাওলাদারের সভাপতিত্ব ও সদস্য সচিব মো. সজীব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের সভাপতি আশরাফ হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন গাজী।

আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসীম মোল্লা, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন খান খোকন প্রমুখ।

ঢাকা/রতন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়