ডাকাতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জের চিহ্নিত ডাকাত সদস্য ও ফরিদপুরের ভাঙ্গা থানার ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন শেখকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২২ অক্টোবর) সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব নিজড়া গ্রামের রতন শেখের ছেলে।
র্যাব-৬ খুলনার ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার রেজাউল হক বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প ও র্যাব-৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের সদস্যরা সাভারের হেমায়েতপুরে অভিযান চালায়। এ সময় চিহ্নিত ডাকাত সদস্য ও ফরিদপুরের ভাঙ্গা থানার ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন শেখকে গ্রেপ্তার করা হয়েছে।’’
ঢাকা/বাদল/রাজীব