ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজার ভ্রমণে গিয়ে পর্যটকের রহস্যজনক মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ২২ অক্টোবর ২০২৫  
কক্সবাজার ভ্রমণে গিয়ে পর্যটকের রহস্যজনক মৃত্যু

কক্সবাজার ভ্রমণে গিয়ে রুবেল (৩০) নামের এক পর্যটকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে কলাতলীর ‘হাইফেরিয়ন হোয়াইট প্যালেস’ হোটেলের ৪০৭ নম্বর কক্ষে অসুস্থ হওয়া এই পর্যটককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেল নওগাঁ জেলার শীবরামপুর এলাকার লাল বরের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই কক্ষ থেকে তিন পুরুষ ও দুই নারীকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।

হোটেলের ম্যানেজার নাজমুল হক বলেন, “নওগাঁ থেকে আসা চারজন পর্যটক হোটেলের একটি কক্ষে অবস্থান করছিলেন। মঙ্গলবার রাতে তাদের সঙ্গে আরো দুই তরুণী যুক্ত হন। পরে সবাই মদ্যপান করেন। বুধবার সকালে রুবেল অসুস্থ হয়ে পড়লে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরো বলেন, “ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশ পাঁচ জনকে হেফাজতে নিয়েছে।”

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “বিভিন্ন হোটেলে মাদক ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এ ধরনের ঘটনায় অনেক সময় হোটেল কর্তৃপক্ষেরও যোগসাজশ থাকে। ঘটনাটি সেই ধরনের কি না খতিয়ে দেখা হচ্ছে।”

ঢাকা/তারেকুর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়