ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে বড় ভাইয়ের প্রেমঘটিত বিরোধে ছোট ভাইকে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ২২ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:৩০, ২২ অক্টোবর ২০২৫
হবিগঞ্জে বড় ভাইয়ের প্রেমঘটিত বিরোধে ছোট ভাইকে হত্যা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কলেজছাত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় মেয়ের পরিবারের লোকজন প্রেমিকের ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামে তাকে হত্যা করা হয়। নিহতের নাম সাদেকুজ্জামান সাদেক (২০)। তিনি ওই গ্রামের লেবু মিয়ার ছেলে।

আরো পড়ুন:

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, ‘‘তরুণ-তরুণীর পালিয়ে যাওয়ার ঘটনায় মেয়ের পরিবারের লোকজন ছেলের ভাইকে কুপিয়ে হত্যা করেছে।’’

লাশের ময়নাতদন্তের জন্য হবিগঞ্জে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

নিহতের বড় ভাই পুলিশ কনস্টেবল এনায়েত আহমেদের সঙ্গে একই গ্রামের এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ছুটিতে বাড়ি এসে এনায়েত কর্মস্থলে ফেরার সময় ওই তরুণীকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়। এতে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ওই ছাত্রীর পরিবারের লোকজন সাদেককে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই এনায়েত দুই বছর আগে পুলিশের চাকরিতে যোগ দেন। সংসারের টানাপোড়েন কমাতে এসএসসি পাস করা ছোট ভাই সাদেক ইউরোপ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নর্থ মেসিডোনিয়ায় যাওয়ার জন্য তার কাগজপত্র তৈরির কাজ চলছিল।

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়