নাটোরে সর্বহারা নেতাসহ আ.লীগের ৫ কর্মী গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরের নলডাঙ্গায় সর্বহারা নেতাসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, পশ্চিম মাধনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সর্বহারা নেতা মো. আতাউর রহমান (৫০), একই এলাকার মো. আব্দুল সাত্তারের ছেলে যুবলীগ কর্মী মো. সোহাগ (৩৩), পূর্ব মাধনগর গ্রামের মো. জামিল আরিন্দার ছেলে মাধনগর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সুজন আরিন্দা (৩১), একই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে আওয়ামী লীগ কর্মী মো. বাবুল (৫৫) এবং মৃত শামসুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী মো. রুহুল আলম (৪২)।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “আটকদের বিরুদ্ধে নলডাঙ্গা উপজেলায় চরমপন্থি কার্যক্রম, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে সর্বহারা নেতা আতাউর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা চলমান।”
এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ঢাকা/আরিফুল/মেহেদী