সাভারে প্রতিপক্ষের হামলায় নিহত ১
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
সাভারে প্রতিপক্ষের বিরুদ্ধে আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এসময় ধারালো অস্ত্র ও ইটের আঘাতে অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) রাতে উপজেলার বনগাঁ ইউনিয়নের বেড়াইদ গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত আবু সাইদ একই এলাকার মৃত মুনতাজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
আহতরা হলেন- জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত ও নজুমদ্দিন।
ভুক্তভোগীদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাতে জাকির ও তার লোকজন দেশীয় অস্ত্র ও ইট নিয়ে হামলা চালান। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে আবু সাইদের মৃত্যু হয়। আহত হন সাতজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
আহত জাবেদ বলেন, “রাত ৮ দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় জাকির বাহিনীর লোকজন হামলা করে। এসময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আবু সাইদ মারা যান। তাদের কাছে থাকা লোহার রড়, লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে সাতজন আহত হন। পরে আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ জানান, এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে, একজনের অবস্থা গুরুতর।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাকিম বিল্লাহ জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন জানান, পুলিশ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। হামলায় কয়েকজন আহত হয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/সাব্বির/মাসুদ