ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ২৩ অক্টোবর ২০২৫   আপডেট: ০৮:৫৬, ২৩ অক্টোবর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর লোকজন বুধবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কে সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাসড়কের ওপর টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুরে আজিজের গোষ্ঠী ও উকিলের গোষ্ঠীর মধ্যে ঘটনাটি ঘটে। সংঘর্ষের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের লোকজন টেটা ও বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় ইট নিক্ষেপ আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। 

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, ৪-৫ দিন আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে বিতর্কের জেরে উকিল গোষ্ঠীর সাদ্দাম আজিজ গোষ্ঠীর আক্তারকে চড় মারেন। এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বসে। সেখান থেকে কোনো সমাধান না আসায়, রাতে দুই গোষ্ঠীর লোকজন মহাসড়কের ওপর টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে আজিজের গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সন্ধ্যার পর থেকে দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়ান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে যৌথ বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।” 

তিনি বলেন, “পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায় রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” 

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়