ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি ছেড়ে যোগ দিলেন আ.লীগে!

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ২৩ অক্টোবর ২০২৫   আপডেট: ১২:২৭, ২৩ অক্টোবর ২০২৫
বিএনপি ছেড়ে যোগ দিলেন আ.লীগে!

অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন

দেশের বর্তমান প্রেক্ষাপটের মধ্যে অবাক কাণ্ড ঘটালেন কিশোরগঞ্জের বিএনপির এক নেতা। নিজ দল থেকে পদত্যাগ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

দল পাল্টানো এই নেতার নাম অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন। গত ৫ অক্টোবর তিনি ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন। বুধবার (২২ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ বিষয়টি ফেসবুকে প্রচার করলে ঘটনাটি জানাজানি হয়। 

আরো পড়ুন:

বিষয়টি নিজেই স্বীকার করেছেন ফয়জুল করিম মুবিন। গতকাল বিকেলে ফেসবুক লাইভে এসে তিনি বিষয়টি স্বীকার করেন।

এলাকাবাসী জানান, কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী (১৯৭৮-১৯৮২) ডা. ফজলুর করিমের ছেলে ফয়জুল করিম মুবিন। দীর্ঘদিন তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

চলতি বছরের ২০ সেপ্টেম্বর জেলা বিএনপির সম্মেলনে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির কাজ শুরু হয়। এরপর একদিন ফেসবুকে পোস্ট করে  বিএনপি থেকে পদত্যাগ করেন ফয়জুল করিম মুবিন।

গতকাল বুধবার বিকেলে কিশোরগঞ্জের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ফয়জুল করিম মুবিনের আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি ফেসবুকে প্রচার করতে শুরু করেন। পরে ‘ফয়জুল করিম মুবিন’ নামে ফেসবুক পেজ থেকে লাইভে এসে ২ মিনিট ১২ সেকেন্ড কথা বলেন ফয়জুল করিম মুবিন।

ওই পেজের প্রোফাইল পিকচারে বাংলাদেশ আওয়ামী লীগ লেখাসহ দলীয় পতাকা দেওয়া আছে।  পেজের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবিসহ রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। জানা গেছে, নিজের নামে এই ফেসবুক পেজটি অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন নিজেই পরিচালনা করেন।

লাইভে ফয়জুল করিম মুবিন বলেন, “শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন। আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন।”

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি আরেকটি লাইভে এসে তিনি বলেন, “শেখ হাসিনার পক্ষে আমি অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন, কিশোরগঞ্জ থেকে ইংরেজি ২১ অক্টোবর অসাংবিধানিক সরকার কর্তৃক জুলাই সনদের তীব্র বিরোধিতা করছি।”

আওয়ামী লীগ কেন যোগ দিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল, ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব। ৫ আগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল, চেতনা ছিল, এক বছর পেরিয়ে গেছে। রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে।
স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। এজন্যই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।”  

কী পদ্ধতিতে বা কার মাধ্যমে তিনি আওয়ামী লীগে যোগ দিলেন এ প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “বিএনপিতে এখন ফয়জুল করিম মুবিনের কোনো পদ নেই। এছাড়া তার মাথা বা মতামতের কোনো ঠিক নেই। কাজেই তার আওয়ামী লীগে যোগদানেরও কোনো গুরুত্ব নেই।”

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়