ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কয়রায় ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২৩ অক্টোবর ২০২৫  
কয়রায় ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

খুলনার কয়রা উপজেলার কয়রা গ্রামে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৩৬) নামের এক যুবক মারা গেছেন। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর আনুমানিক ৬টার দিকে স্থানীয় মাহবুব সরদারের ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। আব্দুর রহমান কয়রা গ্রামের আব্দুস সামাদ সরদারের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, আব্দুর রহমানের বাড়ির পিছনে মাহাবুব সরদার নামের এক ব্যক্তি তার ধানক্ষেত পাহারা দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। আজ ভোরে আব্দুর রহমান কাজে যাওয়ার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যান।

কয়রা থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন বলেছেন, এ বিষয়ে মামলা দায়ের করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়