ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টঙ্গীর নিখোঁজ খতিব পঞ্চগড়ে উদ্ধার: প্রকৃত ঘটনা জানতে চায় জামায়াত

পঞ্চগড় প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ২৩ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:৫০, ২৩ অক্টোবর ২০২৫
টঙ্গীর নিখোঁজ খতিব পঞ্চগড়ে উদ্ধার: প্রকৃত ঘটনা জানতে চায় জামায়াত

পঞ্চগড়ে টঙ্গী মরকুনের বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজীর (৬০) উদ্ধার নিয়ে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে এর প্রকৃত ঘটনা জানতে চেয়ে বিবৃতি দিয়েছেন পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন। বিবৃতিতে জেলা জামায়াতের প্রচার বিভাগীয় সেক্রেটারি শাহীদ আল ইসলাম স্বাক্ষর করেন।

আরো পড়ুন:

বিবৃতিতে মাওলানা ইকবাল হোসাইন বলেন, “ঘটনা পরম্পরায় স্পষ্ট বোঝা যায়, এর পিছনে শক্তিশালী কোন দুষ্ট চক্র রয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাই, প্রকৃত ঘটনা উদঘাটন করে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।”

উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে তিনি বলেন, “অবাক করার বিষয়, সুদূর টঙ্গী থেকে অপহরণ করা ইমামকে সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে কিভাবে পাওয়া গেল? একজন ইমাম তার দায়িত্ব থেকেই জুমুয়ার খুতবায় পৌত্তলিকতার বিভিন্নমুখী ষড়যন্ত্র এবং নানা ধরনের মুসলিমবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সচেতনতার আহ্বান জানিয়েছেন। এরপরই অপহরণের ঘটনাটি ঘটে বলে জ্ঞান ফেরার পর ইমাম সাহেব জানিয়েছেন।”

“এ ঘটনা আমাদেরকে অনেক কিছুর দিকেই ইঙ্গিত করছে। ইসলাম বিরোধী চক্রান্ত এবং আলেম-ওলামাদের উপর সীমাহীন জুলুম-নির্যাতন চালিয়েছে পতিত ফ্যাসীবাদী সরকার। ২০২৪ এর জুলাই অভ্যুত্থানের পর স্বাভাবিকভাবেই আমরা নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশা করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে এখনো ষড়যন্ত্রকারীরা বসে নেই,” যোগ করেন জামায়াত নেতা।

ঐক্যবদ্ধ প্রতিবাদের আহ্বান জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে এ কালো শক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমরা চাই নিরাপদ এবং শান্তি-শৃঙ্খলার একটি বাংলাদেশ।”

বুধবার (২২ অক্টোবর) টঙ্গী থেকে নিখোঁজ হন বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজী। এর একদিন পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের হেলিবোর্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় একটি গাছের সঙ্গে শেকল দিয়ে হাত-পা বাধা অবস্থায় ছিলেন তিনি।

এর আগে, ইমাম মহিবুল্লাহ জুমার খুৎবায় সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ ও উগ্রপন্থি সংগঠনের কার্যক্রম নিয়ে বক্তব্য দেন। এরপর থেকে ১২ বার চিঠি দিয়ে তাকে হুমকি দেওয়া হয়। সর্বশেষ মঙ্গলবারও (২১ অক্টোবর) তাকে হুমকি দেওয়া হয়। এর পরদিন বুধবার (২২ অক্টোবর) তিনি নিখোঁজ হন।

ঢাকা/নাঈম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়