ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নওগাঁয় গরুবাহী ভটভটি উল্টে ২ ব্যবসায়ী নিহত

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ২৫ অক্টোবর ২০২৫   আপডেট: ১২:০৮, ২৫ অক্টোবর ২০২৫
নওগাঁয় গরুবাহী ভটভটি উল্টে ২ ব্যবসায়ী নিহত

গরুবাহী ভটভটি উল্টে দুজনের মৃত্যু হয়েছে।

নওগাঁর ধামইরহাটে গরুবহনকারী ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাত জন। 

শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার বিহারীনগর জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আড়ানগর ইউনিয়নের আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু মিয়া (৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে নূরে আলম মওলা (৩০)

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ভুট্টু ও মওলা গরু কেনাবেচার ব্যবসা করতেন। শনিবার সকালে ভটভটিতে করে গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় বিহারীনগর বাইপাস রাস্তায় জোড়া ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভটভটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এসময় ভটভটিতে থাকা বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”

ঢাকা/সাজু/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়