ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নওগাঁয় স্ত্রীর মৃত্যুশোকে ১১ ঘণ্টার ব্যবধানে স্বামীর মৃত্যু 

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২৫ অক্টোবর ২০২৫  
নওগাঁয় স্ত্রীর মৃত্যুশোকে ১১ ঘণ্টার ব্যবধানে স্বামীর মৃত্যু 

জলিল মাস্টার এবং আঞ্জুয়ারা বেগম

ভালোবাসা কখনও শেষ হয় না; বরং মৃত্যুতে সেই ভালোবাসা অমরতা পায়। কথাটি আবারও প্রমাণিত হলো জলিল মাস্টারের মৃত্যুতে। শোক সইতে না পেরে স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পার না হতেই মৃত্যুবরণ করেছেন তিনি। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।    

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বদলগাছি উপজেলার কাদিবাড়ী গ্রামে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।  

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কাদিবাড়ী গ্রামের বাসিন্দা মো. জলিলুর রহমান জলিল মাস্টার (৭৫) ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৬৫) দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবনে পরস্পরের অবিচ্ছেদ্য সঙ্গী ছিলেন। শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আঞ্জুয়ারা বেগম। স্ত্রীর মৃত্যুর খবর শুনে গভীর শোকে ভেঙে পড়েন জলিল মাস্টার। গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার রাতে তাকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২৫ মিনিটে মারা যান তিনি। মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুটি মানুষের মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় গ্রামবাসী। 

জানা গেছে, জলিল মাস্টার এবং আঞ্জুয়ারা বেগমের সংসারে দুই ছেলে ও মেয়ে রয়েছে। ছোট ছেলে মো. রাকিবুল হাসান বলেন, “মা-বাবাকে একসঙ্গে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। মা হঠাৎই মারা যান। বাবা হালকা অসুস্থ ছিলেন, কিন্তু মায়ের মৃত্যুর পর ভীষণ ভেঙে পড়েন। হাসপাতালে নেওয়ার পর বাবাও চলে গেলেন।’’

ঢাকা/সাজু

সর্বশেষ

পাঠকপ্রিয়