ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিরোজপুরে ২ মাথা নিয়ে শিশুর জন্ম

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ২৯ অক্টোবর ২০২৫  
পিরোজপুরে ২ মাথা নিয়ে শিশুর জন্ম

জাহান আরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ফাইল ফটো

পিরোজপুরের নেছারাবাদে দুই মাথা নিয়ে এক ছেলে সন্তানের জন্ম হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। অস্ত্রোপচার করেন ডা. নরেশ চন্দ্র বড়াল।

শিশুটির জন্ম দেন উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রোঙ্গাকাঠি গ্রামের চৈতি মণ্ডল। তার স্বামীর নাম লিমন। স্বামীর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।

ডা. নরেশ চন্দ্র বড়াল জানান, গর্ভাবস্থায় রোগী প্রথমে পটুয়াখালীতে চিকিৎসা নেন। পরে প্রসববেদনা শুরু হলে তাকে বাবার বাড়ির কাছাকাছি জাহান আরা হাসপাতালে ভর্তি করা হয়। আল্ট্রাসনোগ্রামে দুটি শিশুর অস্তিত্ব দেখা গেলেও অস্ত্রোপচারের সময় বোঝা যায়, এটি দুটি মাথা ও এক দেহবিশিষ্ট শিশু। যা চিকিৎসাবিজ্ঞানে ‘কনজয়েনড টুইন’ নামে পরিচিত।

তিনি বলেন, ‘‘অস্ত্রোপচার সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয়েছে। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। তবে, এমন শিশুর ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন। তাই তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’’

ঢাকা/তাওহীদ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়