ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তেঁতুলিয়ায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত, মিলেছে শীতের আভাস

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ৩১ অক্টোবর ২০২৫   আপডেট: ১২:১০, ৩১ অক্টোবর ২০২৫
তেঁতুলিয়ায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত, মিলেছে শীতের আভাস

ছাতা মাথায় বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে কাজে যাচ্ছেন এক ব্যক্তি

টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। শহর ও গ্রামাঞ্চলের অনেক নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস বলছে, এদিন সকালে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। বৃষ্টিপাত আগামী দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টি শেষে উত্তরাঞ্চলে শীত অনুভূত হতে শুরু করবে।

আরো পড়ুন:

ধান ক্ষেতে জমে থাকা পানিতে মাছ ধরছেন এক ব্যক্তি


অসময়ের এই বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকার কাঁচা সড়ক কাদামাটিতে পরিণত হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বাধ্য হয়ে ঘরবন্দি সময় কাটাচ্ছেন তারা। এছাড়া টানা বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‍“আগামী দুই থেকে তিনদিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টি শেষে এ অঞ্চলে দ্রুত তাপমাত্রা হ্রাস পেতে পারে। ফলে শীতের ভরপুর অনুভূতি শুরু হবে।”

ঢাকা/নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়