ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেগুন ও সূর্য মার্কা কোন নীতিমালায়, প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর

পিরোজপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ৩১ অক্টোবর ২০২৫   আপডেট: ২০:১৯, ৩১ অক্টোবর ২০২৫
বেগুন ও সূর্য মার্কা কোন নীতিমালায়, প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর

শুক্রবার সকালে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা বার বার বলে আসছি, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয়, সেই সিদ্ধান্তগুলোর কোনো নীতিমালা নেই। সকালে ঘুম থেকে উঠে মনে হয়, এটা দেবে; মাইক দেখছে মাইক মার্কা, মোবাইল দেখছে মোবাইল মার্কা, ট্রাইপড দেখছে ট্রাইপড মার্কা; ওই যে সূর্য দেখিছে উপরে, সূর্য মার্কাও আছে।”

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এর আগে সেখানে এনসিপির পিরোজপুর জেলা শাখার এক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই নেতা বলেন, “এখানে দেখবেন, যা মনে হয় এগুলো দেখে, এখন কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয়নি, তা কিন্তু স্পষ্ট করা হয় নাই। আবার কোন নীতিমালার মধ্যে দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা সেটাও স্পষ্ট করেনি।” 

হাসানাত আব্দুল্লাহ আরো বলেন, “গতকাল দেখলাম যে, শাপলা কলিকে অন্তর্ভুক্ত করেছে। এটা আসলে কোন নীতিমালার ভিতিতে করেছে, সেটা স্পষ্ট নয় আমাদের কাছে। সেজন্য আমরা বারবার যেটি ফোকাস করছি, সেটি হচ্ছে—নির্বাচন কমিশন এভাবে আসলে চলতে পারে না। তাদের নীতিমালা থাকতে হবে। এটা জনগণের প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান নীতিমালার ভিত্তিতেই চলতে হবে। একটা নিয়মের ভিত্তিতে চলতে হবে। সেজন্য আমরা যেটি সব সময় ফোকাস করে আসছি, সেটি হচ্ছে— আমরা নির্বাচন কমিশনের নীতিমালাটা দেখতে চাই, যে নীতিমালার ভিত্তিতে তারা মার্কাকে অন্তর্ভুক্ত করে, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা অন্তর্ভুক্ত করে না। আবার যে নীতিমালার ভিত্তিতে তারা বাদ দিয়ে দেয়, এই নীতিমালাটা আমাদেরকে দিতে হবে। এর পরে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত হবে।”

এনসিপির পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা। 

ঢাকা/তাওহিদুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়