এনসিপিতে যোগ দিলেন জাপা-জাসদের শতাধিক নেতাকর্মী
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁদপুর প্রেসক্লাবের এক অনুষ্ঠানে জাতীয় পার্টি ও জাসদের সাবেক প্রভাবশালী নেতারা নিজ নিজ কর্মীদের নিয়ে এনসিপিতে যোগদেন।
জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিয়ে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে চাঁদপুর প্রেসক্লাবের এক অনুষ্ঠানে জাতীয় পার্টি ও জাসদের সাবেক প্রভাবশালী নেতা মো. শাহ আলম মিজি এবং মশিউর রহমান খোকনের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। তারা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলমের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।
যোগদানকারী নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির আদর্শে আস্থা রেখে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
যোগদান অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খাঁন। এই যোগদান অনুষ্ঠানে এনসিপির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদানকারীদের স্বাগত জানিয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম বলেন, “জাতীয় নাগরিক পার্টি দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। জাতীয় পার্টি ও জাসদের মতো দল থেকে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান এটাই প্রমাণ করে যে, দেশের মানুষ এনসিপির গণমুখী রাজনীতিতে বিশ্বাসী। আমরা আশা করি, নতুন যুক্ত হওয়া এই নেতারা দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
তিনি আরো বলেন, “ভিন্ন রাজনৈতিক দল হতে এনসিপিতে এই বিপুল যোগদান চাঁদপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তিকে আরো সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে দলটি আরো শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”
ঢাকা/অমরেশ/এস