ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইল-৩: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১৬:৩১, ৫ নভেম্বর ২০২৫
টাঙ্গাইল-৩: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী না করায় বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার কলেজ মোড় চত্বরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলালসহ বিএনপির অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা।

আরো পড়ুন:

আরো পড়ুন: টাঙ্গাইলে মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ 

বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত টাঙ্গাইল-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন না করা হবে, ততক্ষণ ঘাটাইলের রাজপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা।

এ বিষয়ে জানতে লুৎফর রহমান আজাদের ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিভিস করেননি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। টাঙ্গাইল-৩ আসনে এস এম ওবায়দুল হক নাসিরের নাম ঘোষণা করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিক্ষোভ থেকে এই আসনে এস এম ওবায়দুল হক নাসিরের মনোনয়ন বাতিল করে নিজেদের পছন্দের প্রার্থী লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন দেওয়ার দাবি করেন উপজেলা বিএনপির একাংশের নেতারা।

ঢাকা/কাওছার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়