ঢাকা     রোববার   ০৯ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিসিবির পরিচালক আসিফ আকবরের বান্দরবান স্টেডিয়াম পরিদর্শন

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ৫ নভেম্বর ২০২৫  
বিসিবির পরিচালক আসিফ আকবরের বান্দরবান স্টেডিয়াম পরিদর্শন

বিসিবি পরিচালক আসিফ আকবর বান্দরবান জেলা স্টেডিয়াম পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর বান্দরবান জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন।

আজ বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে তিনি জেলা শহরের স্টেডিয়ামে উপস্থিত হয়ে মাঠের সার্বিক অবস্থা, সুযোগ-সুবিধা এবং খেলোয়াড়দের অনুশীলন পরিবেশ দেখেন।

আরো পড়ুন:

পরিদর্শনকালে আসিফ আকবর পাহাড়ি অঞ্চলের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, খেলোয়াড় তৈরির পরিবেশ, প্রশিক্ষণের অভাব, মাঠ ব্যবস্থাপনা এবং লজিস্টিক সুবিধা নিয়ে স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘‘আমি বান্দরবানে পরিদর্শন করতে এসেছি এখানকার বাস্তবচিত্র বোঝার জন্য। তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি ক্রীড়ার শক্তির আঁধার। এই শক্তিকে কাজে লাগাতে পারলে দেশের ক্রিকেট আরো সমৃদ্ধ হবে। পাহাড়ে অসংখ্য প্রতিভাবান তরুণ রয়েছে, যাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে জাতীয় পর্যায়ে ভালো ফলাফল পাওয়া সম্ভব।’’

তিনি আরো বলেন, ‘‘এখানে কোচের সংকট রয়েছে, পর্যাপ্ত লজিস্টিক সাপোর্টেরও অভাব। তবে এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতেই আমি এসেছি। বিসিবি স্থানীয় পর্যায়ে কোচ নিয়োগ, প্রশিক্ষণ সুবিধা ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করবে।’’ 

আসিফ আকবর আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘‘বিসিবি বিশেষ পরিকল্পনা নেওয়ার মাধ্যমে বান্দরবানসহ পার্বত্য জেলাগুলো থেকে তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে উঠে আসবে এবং দেশের ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যাবে।’’

পরিদর্শনকালে চট্টগ্রাম বিভাগের ক্রীড়া কর্মকর্তারা, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল বাবুল, সহ-সভাপতি এসিংপ্রু লুবু, জেলা স্থানীয় কোচ, খেলোয়াড় এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

ঢাকা/চাইমং/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়