ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াতের প্রার্থী আমির হামজার গণসংযোগ

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ৫ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:৩১, ৫ নভেম্বর ২০২৫
জামায়াতের প্রার্থী আমির হামজার গণসংযোগ

গণসংযোগকালে স্থানীয়দের সঙ্গে মতবিনিমিয় করেন আমির হামজা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা গণসংযোগ করেছেন। 

বুধবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী তিনি কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রাম এবং আশপাশের বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনি প্রতীক নিয়ে ভোট প্রার্থনা করেন।

আরো পড়ুন:

এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতার মধ্য দিয়ে তিনি উন্নয়ন, ন্যায়বিচার ও পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগে জেলা জামায়াতের ইউনিট সদস্য হামিদুর রহমানসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

আমির হামজা বলেন, ‘‘জনগণই পরিবর্তনের মূলশক্তি। ইনশাআল্লাহ, তাদের দোয়া ও সমর্থন নিয়ে আমরা ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।’’

স্থানীয়দের মধ্যে গণসংযোগ ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন স্থানে সাধারণ মানুষ প্রার্থীর সঙ্গে মতবিনিময়ে অংশ নেন এবং নির্বাচনি অঙ্গীকার সম্পর্কে জানতে চান।

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়