ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাভারে অবৈধ ছয় ইটভাটার কার্যক্রম বন্ধ, জরিমানা ৬ লাখ

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ৬ নভেম্বর ২০২৫   আপডেট: ০৯:০৮, ৬ নভেম্বর ২০২৫
সাভারে অবৈধ ছয় ইটভাটার কার্যক্রম বন্ধ, জরিমানা ৬ লাখ

কাঁচা ইট নষ্ট করে দেওয়া হচ্ছে।

ঢাকার সাভারে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে একটি ইটভাটাকে ছয় লাখ টাকা আর্থিক জরিমানাসহ মোট ছয়টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। 

এসময় ভাটাগুলোতে প্রস্তুতকৃত কাঁচা ইট ও চিমনি ধ্বংস করাসহ ও বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ। 

বুধবার (৫ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহি মেজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ দূষণের কারণে ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের কারণে বায়ু ও পরিবেশ দূষণ হয় সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। তারই অংশ হিসেবে সাভারের শিমুলিয়া এলাকার ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ওই এলাকার ছয়টি ইটভাটার কার্যক্রম বন্ধসহ প্রস্তুতকৃত কাঁচা ইট ও চিমনি ধ্বংস করা হয়েছে। 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, “সমগ্র সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড এলাকা ঘোষণার পরিপ্রেক্ষিতে এই উপজেলায় বৈধ অবৈধ কোনো ইটভাটাই থাকবে না। বায়ু দূষণের কোনো কিছু থাকবে না। এরই পরিপ্রেক্ষিতে আশুলিয়াতে অভিযান পরিচালনা করছি। আমরা জানতে পেরেছি, এইখানে ৬-৭টি ইটভাটা রয়েছে। আজকের দিনের কার্যক্রমে চেষ্টা থাকবে সবগুলো ধ্বংস করা।” 

তিনি আরো বলেন, “আমরা এখানে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁচা ইট তৈরির প্রমাণ পেয়েছি। তারা কার্যক্রম পরিচালনা করছে পেয়েছি, এজন্যই কার্যক্রম বন্ধ করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। চিমনি ধ্বংস করা হয়েছে। জরিমানা করা হয়েছে, জরিমানা দিতে ব্যর্থ হলে কারাদণ্ড ও জরিমানা করার সুযোগ আছে। এটি চলমান থাকবে।”

ঢাকা/সাব্বির/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়