ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় দোকানে দোকানে অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার বিক্রি

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ৬ নভেম্বর ২০২৫   আপডেট: ০৯:২৫, ৬ নভেম্বর ২০২৫
কুষ্টিয়ায় দোকানে দোকানে অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার বিক্রি

গ্যাস সিলিন্ডার

কুষ্টিয়ার শহরসহ ছয়টি উপজেলা জুড়ে অনুমোদনহীনভাবে গড়ে উঠেছে গ্যাস সিলিন্ডার বিক্রির অসংখ্য দোকান। এসব দোকানের নেই অগ্নিনির্বাপক ব্যবস্থা বা বিস্ফোরক লাইসেন্স। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। 

কুষ্টিয়া শহরের মুদি দোকান, ফার্মেসি, ক্রোকারিজ এমনকি ফাস্টফুডের দোকানেও এখন বিক্রি হচ্ছে এসব গ্যাস সিলিন্ডার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, অনুমোদন ছাড়া সিলিন্ডার বিক্রেতাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

বিক্রেতাদের অনেকেই স্বীকার করেছেন, তাদের দোকানের নেই কোনো বৈধ অনুমোদন। অনেকের আবার সিলিন্ডার ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কেও ধারণা নেই। বিস্ফোরক ছাড়পত্র বা বৈধ অনুমোদনের কাগজ না থাকলেও নিয়ম মেনে বিক্রির দাবি তুলছেন অনেক দোকান মালিক। 

ব্যবসায়ী সংগঠনের তথ্যমতে, কুষ্টিয়া জেলায় খুচরা পর্যায়ে গ্যাস সিলিন্ডার বিক্রেতার সংখ্যা পাঁচ হাজারের বেশি, যাদের অধিকাংশই অনুমোদনহীন।

সচেতন নাগরিক কমিটির সিনিয়র সদস্য মিজানুর রহমান লাকি বলেন, ‘‘ছাড়পত্র ছাড়া যত্রতত্র গ্যাসের সিলিন্ডার বিক্রি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।”

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান বলেন, ‘‘অনুমোদন ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রি বেআইনি ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

তিনি জানান, শিগগিরই প্রশাসনের সহযোগিতায় যৌথ অভিযান চালানো হবে। পাশাপাশি অবৈধ সিলিন্ডার কেনাবেচা রোধে ফায়ার সার্ভিস ক্রেতাদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ঢাকা/কাঞ্চন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়