ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাঁচজন ফিরছিলেন ট্রাকে, অচেতন উদ্ধার হলেন সড়কে, কী ঘটেছিল আসলে

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ৬ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:০৭, ৬ নভেম্বর ২০২৫
পাঁচজন ফিরছিলেন ট্রাকে, অচেতন উদ্ধার হলেন সড়কে, কী ঘটেছিল আসলে

ঢাকা-রংপুর মহাসড়ক। ফাইল ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় ৫ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে দুজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গাছদহ এলাকার আইয়ুব আলীর ছেলে হাসান (২২) ও সিরাজগঞ্জ পৌরসভার কলোনী এলাকার কুদ্দুসের ছেলে হৃদয় (৩২)।

উদ্ধারকৃতদের বরাতে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘‘ঢাকায় কাজ করতেন পাঁচ ব্যক্তি। গত রাতে গাবতলী থেকে ট্রাকে করে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন তারা। পথে আরো কয়েকজন উঠেন। পরে তারা একসঙ্গে লুডুও খেলেন। লুডু খেলার ফাঁকে পাঁচজনকে পানীয় খাওয়ার অফার করা হয়। খাওয়ার পরই জ্ঞান হারান তারা। বৃহস্পতিবার সকালে মহাসড়কের পাশে পাঁচজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’’

ওসি আরো বলেন, ‘‘পাঁচজন অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছিলেন। তাদের পানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে সর্বস্ব লুট করে নিয়ে গেছে চক্রটি।’’

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ আলী বলেন, ‘‘প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে তাদের পরিবারের লোকজন নিয়ে গেছেন। বাকি তিনজন হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন। তারা আশঙ্কামুক্ত, তবে এখনো তাদের জ্ঞান ফেরেনি।’’

ঢাকা/মাসুম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়