ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুর-২

বিএনপির প্রার্থী সাদিক রিয়াজের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ৬ নভেম্বর ২০২৫  
বিএনপির প্রার্থী সাদিক রিয়াজের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

দিনাজপুর–২ আসনে বিএনপি প্রার্থী সাদিক রিয়াজের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বজলুর রশিদ কালুর সমর্থকরা।

বৃহস্পতিবার (৬ নবেম্বর) দুপুরে বিরল উপজেলার চৌরঙ্গী বাজার থেকে বজলুর রশিদ সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন:

এ সময় মিছিলে অংশ নেওয়া সমর্থকেরা বিভিন্ন স্লোগানে প্রার্থী পরিবর্তনের দাবি জানান। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দিনাজপুর–২ আসনে যে মনোনয়ন দেওয়া হয়েছে, তা দলীয় জনমতের পরিপন্থী। এই আসনে জনপ্রিয় ও ত্যাগী নেতাকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে এই মনোনয়ন বাতিল করে যোগ্য প্রার্থী মনোনীত করার দাবি জানাচ্ছি।

তারা আরো বলেন, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই কেন্দ্রীয় নেতাদের কাছে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।

ঢাকা/মোসলেম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়