ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‌্যালি

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ৭ নভেম্বর ২০২৫  
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‌্যালি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন করে টাঙ্গাইল জেলা বিএনপি

টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি। এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে দলটির জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান ও সালাউদ্দিন টুকুসহ দলটির স্থানীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 

আরো পড়ুন:

এর আগে, শহীদ স্মৃতি পৌর উদ্যান আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।

সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সৈনিক ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটি ঐতিহাসিক আন্দোলনের সূচনা করেছিলেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত।

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়