বাগেরহাটে বাস খাদে পড়ে প্রাণ গেল ২ জনের
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই বাসের যাত্রী।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন বলেন, ‘‘খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় বাসচালক ব্রেক করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।’’
তিনি আরো বলেন, ‘‘দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিলে সেখানে বাসের দুই যাত্রী মারা যান। এছাড়া আহত সাতজন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী।’’
ঢাকা/শহিদুল/রাজীব