ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোনায় মশাল মিছিল থেকে ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

নেত্রকোনা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ৮ নভেম্বর ২০২৫  
নেত্রকোনায় মশাল মিছিল থেকে ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

নেত্রকোনা সদর উপজেলায় নির্মাণাধীন বাইপাস সড়কে মশাল মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার চল্লিশা-দুধকুড়া বাইপাস সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন—আলম মিয়া, মো. আরিফ মিয়া, ইব্রাহিম খলিল, জোনায়েদ হাসান রাফি, শাহাদাত রহমান সিয়াম, সাকিবুল ইসলাম ও রিয়াদ মিয়া। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ বলেছেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বাইপাস সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী মশাল মিছিল করছে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।”

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি কাজি শাহনেওয়াজ।

ঢাকা/ইবাদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়